Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

“তোমরা পরস্পর প্রেম কর, যেমন আমি তমাদিগকে প্রেম করিয়াছি”

মানবের পরিত্রাণের জন্য ঈশ্বর যাহা কিছু করিতে পারিতেন, তাহার সকলই করিয়াছেন, এক্ষণে তিনি চাহেন মণ্ডলীর সহযোগিতা । এক দিকে খ্রীষ্টের রক্ত, সত্যের বাক্য ও পবিত্র আত্মা আছেন, অন্য দিকে ধ্বংসোম্মুখ আত্মা সমূহ আছে । ঈশ্বর যে সকল আশীর্বাদ দিয়া রাখিয়ছেন, মানবগণ যেন সেই সকল গ্রহণ করিতে পারে, তজজন্য খ্রীষ্টের প্রত্যেক অনুগামীর কিছু না কিছু করণীয় আছে । আসুন, আমরা সূক্ষ্মরূপে পরীক্ষা করিয়া দেখি, আমরা এই কার্য্য সাধন করিয়াছি কি না । আসুন, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে ও প্রত্যেকটী কার্য্য পরীক্ষা করিয়া দেখি । CCh 224.2

আমাদের স্মৃতিপটে কি বহু অপ্রিয় আলেখ্য ঝুলিতেছে না ? যীশুর নিকট হইতে প্রায়ই আপনার ভিক্ষা লওয়া আবশ্যক হইয়াছে । তাঁহার প্রেম ও দয়ার উপরে আপনি অবিরত নির্ভর করিয়া আসিয়াতেছেন । তথাপি খ্রীষ্ট আপনার প্রতি যে ভাব দেখাইয়াছেন, সেয় ভাব অন্যের প্রতি দেখাইতে আপনি কি অকৃতকার্য্য হন নাই ? নিষিদ্ধ পথে যাহাদিগকে ভ্রমণ করিতে দেখিয়াছেন, তাহাদের জন্য আপনার মনে ব্যাকুলতা অনুভব করিয়াছেন কী ? আপনি কি তাহার জন্য কাঁদিয়াছেন এবং তাহার সহিত অ তাহার জন্য প্রার্থনা করিয়াছেন ? আপনি কি কোমল বাক্যে ও সদয় ব্যবহারে দেখাইয়াছেন যে, আপনি তাহাকে প্রেম করেন ও তাহাকে রক্ষা করিতে ইচ্ছা করেন ? CCh 224.3

যাহারা নিজেদের দুর্ব্বল প্রকৃতির ও নিন্দার্হ স্বভাবের ভারে ভরাক্রান্ত হইয়া অস্থির চিত্ত ও টল টলায়মান হইয়া পড়িয়াছে, তাহাদের সহিত মেলামেশা করিয়া যখন তাহাদের সাহায্য করিতে পারিতেন, তখন সাহায্য না করিয়া তাহাদিগকে কি একাকী যুদ্ধের মধ্যে ফেলিয়া রাখিয়াছেন ? এই সকল কঠিন পরীক্ষা-প্রপীরিত লোকদের প্রতি জগৎ যখন সহানুভূতি দেখাইতে ও তাহাদিগকে শয়তানের পরীক্ষা জালে নিক্ষেপ করিতে উদ্যত, তখন কি আপনি ইহাদিগকে একদিকে ফেলিয়া রাখেন নাই ? আপনি কি কয়িনের মত বলিতে উদ্যত হন নাই, “আমি কি আমার ভ্রাতার রক্ষক?” আদি ৪ : ৯ । CCh 225.1

মণ্ডলীর প্রধান মস্তক যিনি, তিনি আপনার কার্য্য কিরূপ চক্ষে দেখিবেন ? তাঁহার রক্তে ক্রীত বলিয়া প্রত্যেকটী আত্মা যাহার নিকট বহুমূল্য, তিনি বিপথগামিদের প্রতি আপনার ঔদাসীন্য চিহ্নিত করিয়া রাখিয়ছেন, ইহাতে বিনুমাত্র সন্দেহ নাই । CCh 225.2

অতীতের অবহেলাগুলি প্রতিকারের এখনও সময় আছে । প্রথম প্রেম ও প্রথম উৎসাহ উদ্দীপিত হউক । আপনি যাহাদিগকে তাড়াইয়া দিয়াছেন তাহাদিগকে খুঁজিয়া আনুন, আপনি যে ক্ষত করিয়াছেন, পাপ স্বীকার দ্বারা তাহা বাঁধিয়া দিউন । সদয় প্রেমের মহৎ অন্তঃকরণের সন্নিধানে আইসুন, আর ঐ ঐশ্বরিক অনুকম্পার প্রবাহ আপনার হৃদয়ে, এবং আপনার হৃদয় হইতে অন্যের হৃদয়ে প্রবাহিত হউক । স্বীয় পবিত্র জীবনে তিনি যে কোমলতা ও অনুগ্রহ প্রকাশ করিয়াছেন, সহমানবের প্রতি, বিশেষতঃ খ্রীষ্টে যাহারা আমাদের ভ্রাতা, তাহাদের প্রতি আমরা কিরূপ ব্যবহার করিব, উহা তাহারই দৃষ্টান্ত স্বরূপ । CCh 225.3

মহা জীবন-সংগ্রামে অনেকে মুর্চ্ছাপন্ন ও হতাশ পড়িয়াছে, ইহাদিগকে সদয় ভাবে উৎসাহের ও সাহসের একটি বাক্য বলিলেও ইহারা পরীক্ষার উপরে জয়লাভ করিবার জন্য শক্তি লাভ করিতে পারে । কস্নিঙ্কালেও নির্দয়, উদাসীন, সমবেদনাশূন্য ও ছিদ্রান্বেষী হইবেন না, কখনই না । সাহস দিবার ও আশা উদ্দীপিত করিবার জন্য একটী কথা বলিবার সুযোগ কখনও হারাইবেন না । কোন বোঝা হাল্কা করিবার জন্য খ্রীষ্টীয় উদ্যমের ও সদয় কোমল বাক্যের প্রভাব যে কত সুদূর প্রসারী তাহা আমরা বলিতে পারি না । মৃদুতার, নম্রতার ও কোমলতার আত্মা ভিন্ন, কোন ভ্রান্তকে সুপথে পরিচালিত করা যায় না ।35T 610-613;  CCh 226.1