Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

২২ অধ্যয়

জগতের মধ্যে, কিন্ত জগতের নহে

আমাকে দেখান হইয়াছিল যে, খ্রীষ্টের প্রতিমূর্ত্তির সদৃশ না হইয়া জগতের সদৃশ হওয়া আমাদের পক্ষে ঘোরতর বিপদজনক । আমরা এক্ষণে অনন্ত জগতের একেবারে প্রান্তভাগে বসবাস করিতেছি, কিন্ত আত্মার শত্রু চাহে, যেন খুব বিলম্বে পরিমাণ ঘটে । যাহারা নিজেদিগকে ঈশ্বরের আজ্ঞাপালনকারী লোক বলিয়া স্বীকার করে, ও যাহারা আমাদের ত্রাণকর্ত্তাকে দেখিবার আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহা প্রতাপ সহকারে দ্বিতীয় বার আসিতে দেখিবার অপেক্ষা করিতেছে, শয়তান প্রত্যেকটী বোধগম্য উপায়ে তাহাদিগকে আক্রমন করিবে । দুর্দ্দিনের বিলম্ব ঘটাইতে এবং জগতের রীতিনীতির অনুকরণ করিয়া জগতের মত হইবে, সে যত জনকে সম্ভব পরিচালিত করিবে । যাহারা সত্যে একনিষ্ঠ বলিয়া স্বীকার করে এমন অনেকের হৃদয় ও মন জাগতিকতায় পূর্ণ দেখিয়া আমি মর্ম্মাহত হইয়াছিলাম । তাহাদের হৃদয় স্বার্থপরতা ও আত্ম-বিনোদনে পূর্ণ, কিন্ত তাহারা প্রকৃত ঈশ্বর পরায়ণতা ও বিশুদ্ধ ন্যায়পরতার অনুশীলনে তৎপর নহে ।14T 306; CCh 292.1