Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

২৩ অধ্যায়

পবিত্র আত্মা

ত্রাণকর্ত্তা প্রভু যীশু খ্রীষ্টের আগমনের কেবল অপেক্ষায় থাকাই আমাদের পক্ষে যথেষ্ট নহে, কিন্তু উহা যাহাতে অতি সত্বর হয়, তাহারও চেষ্টা করা আবশ্যক । যাহারা তাঁহার নাম মুখে স্বীকার করে, তাহারা সকলেই যদি তাঁহার গৌরবার্থে ফল ধারণ করিত, তাহা হইলে কত শীঘ্র সমুদয় জগতে সত্যের বীজ বপিত হইত । শেষ শস্য শীঘ্রই পরিপক্ব হইত,আর বহুমূল্য শস্য সংগ্রহের নিমিত্ত খ্রীষ্ট আসিয়া পড়িতেন । CCh 298.1

হে আমার ভ্রাতা ও ভগ্নিগণ, পবিত্র আত্মার জন্য ব্যগ্রতা সহকারে প্রার্থণা করুন । ঈশ্বর প্রত্যেক প্রতিশ্রুতি রক্ষা করিয়া থাকেন । আপনার হস্তে বাইবেল ধারণ করিয়া বলুন ঃ—“হে ঈশ্বর আপনি যেরূপ বলিয়াছেন, আমি সেইরূপই করিয়াছি । আপনি বলিয়াছেন, ‘যাঞ্চা কর, তোমাদিগকে দেওয়া যাইবে ; অন্বেষণ কর পাইবে ; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে ।’” আপনার এই প্রতিজ্ঞা আপনাকে স্মরণ করাইয়া দেই । তাহাতে খ্রীষ্ট বলেন, “যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাজ্ঞা কর, বিশ্বাস করিও যে, তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে ।” “তোমরা আমার নামে যাহা কিছু যাঞ্চা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন ।” (মথি ৭:৭ ; মার্ক ১১:২৪ ; যোহন ১৪:১৩ ) । CCh 298.2

স্বীয় দাসগণের নিকটে আপন ইচ্ছা জ্ঞাপনার্থে খ্রীষ্ট তাঁহার রাজ্যের সর্ব্বত্র তাঁহার বার্তাবাহকগণকে পাঠাইয়া থাকেন । তিনি তাঁহার মণ্ডলী সমূহের মধ্যে গমনাগমন করেন । তিনি তাঁহার অনুগামীদিগকে পবিত্র, উন্নত ও মর্য্যাদাসম্পন্ন করিতে চাহেন । যাহারা তাঁহাতে বিশ্বাস করে, তাহাদের প্রভাব জগতে জীবনমূলক জীবনদায়ক গন্ধ সদৃশ হইবে । খ্রীষ্ট তারাগণকে তাঁহার দক্ষিণ হস্তে ধারণ করেন, উদ্দেশ্য এই, যেন তাহাদের মধ্য দিয়া তাঁহার দীপ্তি জগতে প্রকাশিত হয় । এইরূপে তিনি তাঁহার লোকদিগকে উর্দ্ধস্থ মণ্ডলীর উন্নততর সেবাকার্য্যের জন্য প্রস্তুত করিতে চাহেন । তিনি আমাদিগকে একটী মহৎ কার্য্য সম্পাদন করিতে দিয়াছেন । আইসুন, আমরা বিশ্বস্তভাবে ইহা সমাধা করি। মানবের নিমিত্ত ঐশ্বরিক অনুগ্রহ কি করিতে পারে, আইসুন আমরা আমাদের জীবন দ্বারা ইহা দেখাই ।18T 22, 23 ; CCh 298.3