Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

পাঠকের উদ্দেশে

“খৃষ্ট ও তার দূতগণ এবং শয়তান ও তার দূতগণের মধ্যে মহা বিবাদ” শীৰ্ষক পুস্তকখানি ভগ্নি এলেন জী, হোয়াইটের দ্বারা রচিত। সেই সব পাঠকের কাছে যারা খৃষ্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষা করছেন এই পুস্তকখানি এক মহা আশীর্বাদ (যেমন পাঠক এই পুস্তক খানি সম্পূর্ণ রূপে পাঠ করবেন ঈশ্বরের অমূল্য বাকসমূহ বোধগম্য হবে ও প্রচুর আশীর্বাদ লাভ হবে। GCBen 4.1

জগতে যেমন আমরা চারিদিকে দৃষ্টি দেই, অনেক সমস্যা—স্বদেশীয় ও অন্তর্দেশীয় দৃষ্টিগোচর হয়, এগুলি তাঁর শীঘ্র আগমনের লক্ষণ। আমরা যেন নিরাশ ও ভীত না হই। পরিবর্তে আমরা যেন প্ৰভুতে উৎসাহী হই ও ভাবী সময়ের বিষয়ে তিনি যা শিক্ষা দিয়েছেন পরস্পরের সঙ্গে আমরা তা জ্ঞাত করি। GCBen 4.2

ধন্য তারা যারা তার আজ্ঞাসমূহ পালন করে যাতে জীবন বৃক্ষতে তাদের অধিকার থাকে আর দ্বার সমূহ দিয়ে নগরে প্রবেশ করতে পায়। অবশেষে একই বিষয় ভাব, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাববিশিষ্ট হও।প্রতিযোগীতার কি অনর্থক দৰ্পের বশে কিছুই করিও না। বরং নম্রভাবে প্রত্যেক জন আপনা হইতে অন্যকে শ্ৰেষ্ঠ জ্ঞাণ কর। যে ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীৰ্ঘায়ু ভালবাসে, সে হিংসা হইতে তাহার জিহ্বাকে, ছলনা-বাক্য হইতে তাহার ওষ্ঠকে সাবধানে রাখুক। মন্দ হইতে সে যেন দূরে যায়, যাহা ভাল তাহাই করে শান্তির অন্বেষণ ও অনুধাবন করে। ধার্মিক গণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে। তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কৰ্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। GCBen 4.3

কালিম্পং দার্জিলিং হিল সেভেন্থ-ডে এডভোন্টিষ্ট মন্ডলীর পক্ষে আমি ভ্রাতা ড্যানিয়েল ও, উইন্টার্সকে বাংলা ভাষায় এই পুস্তক খানিকে প্রবর্তিত করতে আমাদেরকে সাহায্য করার জন্যে ধন্যবাদ দিতে চাই যা প্রচুররূপে দাবি করা হয় ও এই সময়কালে তাঁর বাক্য জ্ঞাত করার উদ্দেশ্যে প্রয়োজন ছিল। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই অগ্রজ এডভোন্টষ্ট কর্মচারী বয়োজ্যেষ্ঠ সুভাষ চন্দ্র হালদারকে এই পুস্তকখানিকে মূল ইংরেজী ভাষা থেকে অনুবাদ করার জন্যে যা প্রত্যেক গৃহের জন্যে প্রভুর নিকটতর হবার উদ্দেশে এক মহা আৰ্শীবাদ। নিম্নে প্রদত্ত ঠিকানায় এই পুস্তকের সম্পর্কে যে কোনো প্রস্তাব ও মন্তব্য-সমালোচনা অত্যধিক পরিমাণে মর্যাদা দেয়া হবে। আমাদের প্রভু যীশু খৃষ্টের অনুগ্রহ আপনাদের সবার উপরে বর্তুক। আমেন। GCBen 4.4

প্রভীন কিশোর তামসাং
চার্চ পাষ্টর