Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

মুখবন্ধ

মহান শিক্ষক খ্রীষ্ট তাঁর শিষ্যদের নিয়ে যখন প্যালেস্টাইনের পাহাড় ও উপত্যকায় হেঁটে বেড়াতেন কিংবা কোন হ্রদ বা সাগরের পাড়ে বিশ্রাম নিতেন, সে সময়ই তিনি অধিকাংশ শিক্ষাগুলো দিতেন। তিনি সাধারণ বিষয় ও ঘটনাবলীর সঙ্গে সংমিশ্রণ করেছেন, যা আমরা পাই মেষপালক, গৃহ নির্মাতা, বীজ বপনকারী, ভ্রমণকারী, এবং স্ত্রীলোকদের অভিজ্ঞতার মধ্য দিয়ে। বিভিন্ন পরিচিত বস্তুগুলো একীভূত করা হয়েছে, সত্য ও সুন্দর ভাবনার সঙ্গেÑআমাদের প্রতি ঈশ্বরের ভালবাসাপূর্ণ আগ্রহ, আমাদের নিকট থেকে তার প্রাপ্য কৃতজ্ঞতা এবং আমাদের পরস্পরের প্রতি কাক্সিক্ষত যতড়ব এভাবেই স্বর্গীয় প্রজ্ঞা ও বাস্তব সত্যের শিক্ষাকে করে তোলা হয়েছে জোরদার এবং প্রভাব ব্যঞ্জক। COLBen 3.1

এই সঙ্কলনে দৃষ্টান্তগুলোকে তাদের বিষয়বস্তু অনুসারে বিভিন্ন দলভুক্ত করা হয়েছে এবং সেগুলোর শিক্ষাগুলো বিন্যস্ত ও সুচিত্রিত করে তোলা হয়েছে। এই বইটি সত্যের মণি পাথর দ্বারা পূর্ণ এবং বহু পাঠককেই তা দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিক সাধারণ বিষয়গুলোর এক গভীরতর অর্থ প্রদান করবে। COLBen 3.2

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা বইটি ইংরেজীতে ও বহুল ব্যবহৃত আরও কয়েকটি ভাষায় বেশ কয়েকটি সংস্করণে প্রচুর পরিমাণে প্রকাশিত হওয়ায় এর জনপ্রিয়তা সহজেই অনুমান করা যায়। এই বইটির পাণ্ডুলিপি তৈরি করার সময় লেখক এর বিষয়লব্ধ অর্থ শিক্ষামূলক কর্মকাণ্ডের জন্য দান করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। লেখক, প্রকাশক, এবং ম-লীর সদস্যদের সহযোগিতামূলক প্রচেষ্টার মধ্য দিয়ে খ্রীষ্টিয় শিক্ষার স্বার্থে ব্যয়ের জন্য গ্রহণযোগ্য পরিমাণে অর্থ সংগৃহীত হয়।  COLBen 3.3

১৯২৩ খ্রীষ্টাব্দে পুনঃসজ্জিত ও পুনঃচিত্রায়িত সংস্করণটি প্রকাশিত হওয়ার পর এক সময় বইটির মূল কাঠামো অক্ষুণ্ন রাখা অসম্ভব হয়ে পড়ে। মিসেস ইলেন জি. হোয়াইট’র রচনাবলীর সূচি যারা প্রস্তুত করেছিলেন তারা এই কাঠামোটি ব্যবহার করতেন। এ কারণে যারা উক্ত সূচিটি প্রায়শই ব্যবহার করেন তাদের কাছে বইটির এই সংস্করণের মূদ্রিত কাঠামো নিশ্চয়ই সাদরে গৃহীত হবে, যেহেতু এর পৃষ্ঠাগুলোর বিন্যাসের ক্ষেত্রে মূল সংস্করণের সঙ্গে মিল রাখা হয়েছে। COLBen 3.4

বইটির সাথে মিল রেখে এই নতুন সংস্করণের পৃষ্ঠাগুলোকে বিন্যাস করার কারণে শুধু যে সংস্করণটির প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে তা-ই নয়, সেই সঙ্গে এর আকৃতি আরও ছোট হয়ে আসার কারণে তা সহজে বহনযোগ্য হয়েছে। বইটিকে ওজন ও পুরুত্বের দিক থেকে সম্ভাব্য সবচেয়ে ছোট আকৃতিতে নামিয়ে আনার জন্য পুরো পৃষ্ঠা জুড়ে থাকা ছবিগুলো এবং প্রতিটি বিভাগের শুরুতে থাকা শিরোনাম সম্বলিত পৃষ্ঠাগুলোকে বাদ দেয়া হয়েছে। মাঝে মাঝে কয়েকটি বাদ যাওয়া পৃষ্ঠা সংখ্যা এই বাদ দেয়া পৃষ্ঠাগুলোকেই নির্দেশ করে। তবে মূল রচনা অপরিবর্তিত রাখা হয়েছে। আপনারা লক্ষ করে থাকবেন যে, এই সংস্করণে আধুনিক বানান রীতি ও বর্তমানে প্রচলিত বিরাম চিহ্নের ব্যবহার অনুসরণ করা হয়েছে। COLBen 4.1

এই সংস্করণটি যেন এই বইয়ের মূল উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে, ত্রাণকর্তার শিক্ষার প্রতি আরও ভালো জ্ঞানদানের মধ্য দিয়ে পাঠকদেরকে তাঁর প্রতি আকৃষ্ট করে তুলতে পারে, প্রকাশকবৃন্দ এবং এর অছি পরিষদ ইলেন জি. হোয়াইট পাবলিকেশন্স এই আন্তরিক ইচ্ছা জ্ঞাপন করে। COLBen 4.2

প্রকাশকবৃন্দ এবং
ইলেন জি. হোয়াইট
পাবলিকেশন্স এর অছি পরিষদ