Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

মায়ের সুযোগ

ঊর্ধ্বে ঈশ্বর আছেন, এবং যখন কোন বিশ্বস্ত মাতা তার সন্তানদের সমস্ত মন্দ প্রভাব থেকে দূরে রাখতে তাদের শিক্ষা দিতে চেষ্টা করেন তখন তাঁর (ঈশ্বরের) সিংহাসন থেকে গৌরবময় জ্যোতি নির্গত হয়ে তার ওপরে পতিত হয়। অন্য কোন কাজ তার এই কাজের মত গুরুত্বপূর্ণ নয়। চিত্র শিল্পীর মত মোটা কাপড়ে সুন্দর চিত্র আঁকার মত গুণ তার নেই, না আছে তার মার্বেল পাথরের ওপর বাটালি দিয়ে খোদায় করে ভাস্কর্য নির্মাণ করার যোগ্যতা। তিনি একজন গ্রন্থাকারের মত নন, যিনি শক্তিশালী বাক্যালংকার প্রয়োগ করে উপন্যাস লেখেন না, একজন বাদ্যকার যিনি বাদ্যের ঝংকারে, মনোমুগ্ধকর গান তোলেন। এটাই তার একমাত্র যোগ্যতা যার মাধ্যমে তিনি ঈশ্বরের সাহায্য নিয়ে একটা মানব হৃদয়কে স্বর্গের আদর্শে গড়ে তোলেন। MHBen 353.2

যে মা এটা সঠিকভাবে মূল্যায়ন করেন তার সুযোগসমূহ অমূল্যরূপে বিবেচিত হবে। তিনি তার সন্তানদের কাছে সর্বো‪চ ধারণা উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে তার নিজের চরিত্র ও প্রশিক্ষণ পদ্ধতির অন্বেষণ করেন। আন্তরিকতার সাথে, ধৈর্য্যরে সাথে, উৎসাহের সাথে তিনি তার দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাবেন, যাতে তার সন্তানদের শিক্ষা দেবার জন্য তিনি তার মনের সর্বো‪চ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। প্রতিটা পদক্ষেপে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে জানতে চাইবেন, “ঈশ্বর কি বলেছেন?” অধ্যবসায়ীভাবে তিনি তাঁর বাক্য অধ্যয়ন করবেন। তিনি তার দৃষ্টি যীশু খ্রীষ্টের প্রতি নিবদ্ধ রাখবেন, যাতে তার নিয়ন্ত্রিত যত্ন এবং কর্তব্যের মাঝে প্রকৃত জীবনের সঠিক প্রতিফলন ঘটে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 354.1

*****