Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

৮ - চিকিৎসক একজন শিক্ষাগুরু

“জ্ঞানীদের মুখ
জ্ঞান ছড়ায়।”
 

একজন প্রকৃত চিকিৎসক এক শিক্ষাগুরু। তিনি কেবল তার চিকিৎসাধীন রোগীর প্রতিই দায়িত্বশীল মনে করেন না, বরং যে সমাজে তিনি বাস করেন তার প্রতিও তার দায়িত্বের উপলব্ধি করেন। তিনি শারীরিক ও পৈত্রিক, উভয়ের সুস্বাস্থ্য রক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করেন। রুগ্ন ব্যক্তির চিকিৎসার সঠিক পদ্ধতিই কেবল তিনি শিক্ষা দানের চেষ্টা করেন না, বরং জীবন যাপনে সঠিক অভ্যাসগুলো উৎসাহিত করেন এবং সঠিক মূলনীতি বিষয়ক জ্ঞান সম্প্রসারণ করেন। MHBen 103.1