Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

বিশ্বাসীর বাটীর পরিজন

“এজন্য আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যারা বিশ্বাস-বাটীর পরিজন তাহাদের প্রতি সৎকর্ম করি।”গালাতীয় ৬:১০। MHBen 183.2

একটি বিশেষ অর্থে, খ্রীষ্ট তাঁর মণ্ডলীর ওপরে তার নিজস্ব সভ্যদের মধ্যে অভাবগ্রস্ত লোকদের তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করেছেন। তিনি চান যেন তাঁর দরিদ্র লোকেরা প্রতিটা মণ্ডলীর সীমানার মধ্যে থাকে। তারা সর্বদা আমাদের মধ্যে থাকবে এবং তিনি তাদের তত্ত্বাবধানের জন্য মণ্ডলীর সভ্যদের ওপরে একটা ব্যক্তিগত দায়িত্ব অর্পণ করেছেন। MHBen 183.3

একটা খাঁটি পরিবারের সভ্য-সভ্যারা একে অপরের জন্য চিন্তাকরেন। রোগীদের পরিচর্যা করে, দুর্বলদিগের সাহায্য করে, অজ্ঞানদের শিক্ষা দান করে, অনভিজ্ঞ লোকদের প্রশিক্ষণ দান করে; সুতরাং এরূপে বিশ্বাস-বাটীর লোকেরা অভাবগ্রস্ত এবং অসহায় লোকদের তত্ত্বাবধানের করে। এদেরকে কোন মতে এড়িয়ে যাওয়া চলবে না। MHBen 183.4