Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

পর্ব ৭ - স্বাস্থ্য এবং দক্ষতা

যেহেতু দেহের মধ্য দিয়ে মন এবং আত্মার ভাব প্রকাশ পায়, সুতরাং, মানসিক এবং আত্মিক বলিষ্ঠতার বিশাল অংশ শারীরিক শক্তি ও কার্যকলাপের উপর নির্ভর করে; যা কিছু শারীরিক শক্তি বৃদ্ধি করে তা মন ও সুষম চরিত্রেরও উন্নয়ন ঘটায়। সুস্বাস্থ্য ছাড়া কেউই তার নিজের কাছে অথবা তার সহমানবের কাছে অথবা তার সৃষ্টিকর্তার কাছে তার তত্ত্ব বাধ্যবাধকতা সুস্পষ্টভাবে বুঝতে পারবে না অথবা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে না। সুতরাং বিশ্বস্ততা সহকারে চরিত্রকে যেমন সুরক্ষা করা প্রয়ােজন তেমনই স্বাস্থ্যকেও সুরক্ষা করা প্রয়ােজন। শরীরিক বিজ্ঞান এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত জ্ঞান সমস্ত শিক্ষা-কার্যের ভিত্তি হওয়া উচিত। —“এডুকেশন,” পৃষ্ঠা ১৯৫। MYPBen 224.1