Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

খণ্ড-৮ - ধার্মিকতার জীবন

ঈশ্বরের পবিত্র, শিক্ষাদানকারী আত্মা তার বাক্যে নিহিত। একটি জ্যোতি, একটি নতুন এবং বহুমূল্য জ্যোতি, বাইবেলের প্রতি পৃষ্ঠা থেকে আলাে ছড়ায়। সত্য প্রকাশিত আর যখন ঈশ্বরের স্বর ব্যক্তির কাছে কথা বলেন তখন কথা ও বাক্য উপযুক্ত সময়ে উজ্জ্বল ও উপযুক্ত হয়ে ওঠে।
পবিত্র আত্মা তরুণদের উদ্দেশ্য করে কথা বলতে পছন্দ করে এবং তাদের মাধ্যমে ধন এবং ঈশ্বরের বাক্য আবিষ্কার করতে চায়। মহান শিক্ষা কর্তৃক কথিত প্রতিমালা ইন্দ্রিয় সমূহকে বশে রাখবে এবং জীবনকে একটি আত্মিক শক্তি দিয়ে। প্রাণবন্ত করবে। ফলবন্ত মনে ঈশ্বরের বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টি হবে যা প্রলােভনের বিপক্ষে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
-“ Christ’s Object lesson ,” p.132.