Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

পরিচ্ছেদ—৯ - অধ্যয়ন এবং গান বাজনা

তরুণ-তরুণিগণ, এমন রচনা সমগ্র পাঠ কর, যা তােমাকে প্রকৃত জ্ঞান দেবে এবং যা গােটা পরিবারের কাছে একটি সাহায্য স্বরূপ হবে । দৃঢ়তার সঙ্গে বল: “আমি এমন কিছু পড়ার জন্য আমার মূল্যবান সময় ব্যয় করব না যা পড়ে আমি সুফল পাব না এবং যা আমাকে অন্যদের সেবার জন্য অনুপযুক্ত করে তুলবে। আমি আমার সময় এবং চিন্তারাশি ঈশ্বরের সেবায় একটি উপযুক্ত লাভে উৎসর্গ করব। আমি নগণ্য এবং তুচ্ছ এবং পাপপূর্ণ বিষয়ের প্রতি আমার চক্ষু রুদ্ধ রাখব। আমার কর্ণদুটি সদাপ্রভুর, আর আমি শত্রুর মিথ্যা যুক্তির প্রতি কর্ণপাত করব না। আমার স্বর কোনাে প্রকারে এমন কোনাে ইচ্ছার বশীভূত হবে না, যা ঈশ্বরের প্রভাবের অধীন নয়। আমার দেহ পবিত্র আত্মার মন্দির এবং আমার সমস্ত সত্ত্বার শক্তি সুযােগ্য কাজের প্রতি নিবেদিত হবে।”
-- Testimonies for the Church. Vol-7, pp-64.