Loading…
Loading…
(You are in the browser Reader mode)
“তােমার সদাপ্রভুকে সম্মান কর আপন ধনে”-১০১
“তােমরা আমার প্রভুর কাছে কত ঋণী?” আমরা কি ঈশ্বরের কাছ থেকে কেবল আশীর্বাদ লাভ করব, আর তাকে কিছু ফিরিয়ে দেব না- এমন কি তাঁকে আমাদের দশমাংশও ফিরিয়ে দেব না, যে অংশ তিনি তাঁর নিজের জন্য সংরক্ষণ করেছেন? এটি একটি আত্ম তুষ্টির পথে আত্ম ত্যাগের প্রকৃত পদ্ধতি থেকে সব কিছু ফিরিয়ে দেয়া। আমরা কি অবিরত গতানুগতিক ভাবে তাঁর অনুগ্রহ লাভ করব, আর তার প্রেমে কি সাড়া দেব না? MYPBen 298.1
প্রিয় যুবকগণ তােমরা কি ঈশ্বরের মিশনারি হবে না? তােমরা পূর্বে যেমন করনি, তিনি যেমন বিনা মূল্যে উপভােগের জন্য দিয়েছেন, তদ্রুপ তােমরা কি প্রভুকে একটি অমূল্য উপহার দেবার বিষয়ে মহামূল্যবান শিক্ষা গ্রহণ করবে না? তােমরা যা কিছু পেয়েছ, তার একটু অংশ কৃতজ্ঞতা স্বরূপ দাতাকে ফিরিয়ে দেও। গৃহে এবং দূরে মিশনারি কাজের জন্য একটু অংশ ভাণ্ডারে ফিরিয়ে দেও। MYPBen 298.2