Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

স্বর্গে ধনভাণ্ডার

ঈশ্বরের উদ্দেশ্য আমাদের হৃদয়ের অতীব কাছে থাকবে। সত্যের। আলাে যা একটি পরিবারে একটি আশীর্বাদ স্বরূপ হয়েছে, যদি পিতামাতা এবং সন্তান সন্ততি কর্তৃক যােগাযােগ করা যায়, তবে তা অন্য পরিবারের কাছে একটি আশীর্বাদ স্বরূপ বলে প্রমাণিত হবে। কিন্তু যখন ঈশ্বরের দানশীলতা যা। পুরােপুরিভাবে এবং প্রচুররূপে দেওয়া হয় তা যদি তাকে না দিয়ে ধরে রাখা। হয় এবং স্বার্থপরতার সাথে তাকে না দিয়ে ধরে রাখা হয়, তার আশীর্বাদের পরিবর্তে নিশ্চয়ই অভিশাপ লাভ করবে, কারণ এটাই প্রভু ঘােষণা করেছেন। ঈশ্বরের দাবি অন্য যে কোনাে দাবির পূর্বাধীকার, এবং তা সর্ব প্রথম মুক্ত করতে হবে। অতঃপর দরিদ্র এবং অভাবগ্রস্থদের যত্ন নিতে হবে। তাতে আমাদের যে কোনাে মূল্য দিতে হােক না কেন তা অবহেলা করা যাবে না। MYPBen 298.3

“যেন আমার গৃহে খাদ্য থাকে।” আহার, পান, এবং পােশাক পরিধানে আমাদের মিতাচারী হতে হবে। আমাদের গৃহশয্যা খুব সতর্কতা সহকারে বিবেচনা করতে হবে এবং তা ঈশ্বরের নিজের বলে বিবেচনা করতে হবে, কেবল দশমাংশই নয়, কিন্তু যত দূর সম্ভব উপহার এবং চাদার ক্ষেত্রেও । অনেকে, ঈশ্বর যে অংশ তার বলে দাবি করেন, তার কিয়দাংশ রেখে দিয়ে এবং তার উপহার ও দান ধরে রেখে স্বর্গের জন্য ধন সঞ্চয় করে । MYPBen 299.1

যারা তাদের দখলে থাকা সম্পত্তির বিষয়ে ঈশ্বর কি করতে বলেন সে বিষয়ে ন্যায়-নিষ্ঠভাবে ঈশ্বরের কাছে জানতে চান, তাদের শাস্ত্রের পুরাতন নিয়ম অনুসন্ধান করা উচিৎ এবং ইস্রায়েলের সুদীর্ঘ প্রান্তর যাত্রায় যে অদৃশ্য পরিচালক নেতৃত্ব দিয়েছিলেন সেই খ্রীষ্ট কি নির্দেশনা দিয়েছেন তা অনুসন্ধান করা উচিৎ। আমাদের ব্যক্তিগত ভাবে যে কোনাে নিয়মানুবর্তীতায় ঈশ্বরকে তাঁর প্রাপ্য থেকে তাঁকে না ঠকিয়ে যা তাঁর গৃহে নিয়ে আসতে হবে। যারা বাইবেল পাঠ করে এবং বাইবেল বিশ্বাস করে তাদের “প্রভু কি বলেছেন” এই ব্যাপারে একটি বােধশক্তি সম্পন্ন জ্ঞান থাকে। MYPBen 299.2