Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

পবিত্র দিনের উপহারগুলাে-১০৩

পবিত্র দিনগুলাে ঘনিয়ে আসছে। এই দৃষ্টি ভঙ্গিতে এটি বিবেচনা করা মঙ্গলজনক যে, যাদের কোনাে প্রয়ােজন নেই, তাদের উপহার দেওয়ার জন্য বৎসরে কত টাকা খরচ করা হয়। প্রথাগত অভ্যাস, কত শক্তিশালী যে, আমাদের বন্ধুদের বিভিন্ন উপলক্ষে উপহারগুলাে না দেওয়া মানে প্রায় তাদের তুচ্ছ করা হিসেবে গণ্য হয়। কিন্তু আসুন আমরা স্মরণে রাখি যে, আমাদের দয়ালু স্বর্গীয় উপকার সাধক আমাদের কাছে উচ্চ পর্যায়ের উপহার দাবি করেন। আমরা কি আসছে ছুটির দিনগুলােতে আমাদের উপহারগুলাে ঈশ্বরের কাছে গচ্ছিত রাখব না? এমন কি শিশুরাও এ কাজে অংশ গ্রহণ করতে পারে। কাপড় চোপড় এবং অন্যান্য উপকারী জিনিসপত্র দরিদ্রদের দেয়া যেতে পারে, এবং এভাবে প্রভুর কার্য সম্পাদন করা যেতে পারে। MYPBen 303.1