Loading…
Loading…
(You are in the browser Reader mode)
পারিবারিক ধর্ম-কর্ম —১০৯
পারিবারিক ধর্ম-কর্ম ব্যাপকভাবে প্রয়ােজন, এবং ঘরে আমাদের কথাবার্তা একটি সঠিক আদর্শের হতে হবে, তা না হলে মণ্ডলীতে আমাদের সাক্ষ্য বিন্দুমাত্র কাজে আসবে না। আপনি যদি আপনার ঘরে মৃদুশীলতা, দয়া এবং শিষ্টাচার না দেখান, আপনার ধর্ম-কর্ম বৃথা যাবে। যেখানে প্রকৃত পারিবারিক ধর্ম-কর্ম রয়েছে, সেখানে সেই মণ্ডলীতে অধিক শক্তি থাকবে । MYPBen 319.1