Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

নিম্নমানের কারণ

কেন আমাদের তরুণ-তরুণিরা, এবং এমন কি যারা প্রাপ্ত বয়স্ক, তারা খুব সহজেই প্রলােভনে এবং পাপে পতীত হয়? এর কারণ ঈশ্বরের বাক্য যেভাবে অধ্যয়ন এবং ধ্যান করার কথা সেভাবে করা হয় নি। যদি তা যথাযথ। ভাবে উপলব্ধি করা হত এবং প্রশংসা করা হত, তবে আভ্যন্তরীণ ন্যায়পরায়নতা এবং আত্মার শক্তিস্বরূপ হত, যার দ্বারা মন্দ কাজে শয়তানের প্রলােভন প্রতিরােধ সম্ভব হত। একটি দৃঢ় এবং সুনিশ্চিত ইচ্ছাশক্তি, জীবন এবং চরিত্রে আনয়ন করা হয় নি, কারণ ঈশ্বরের পবিত্র নির্দেশনা এবং শিক্ষা অধ্যয়ন এবং ধ্যান করা হয় নি। মনকে বিশুদ্ধ ও চিন্তারাশিকে পবিত্র করার জন্য এবং যা কলুষিত ও মিথ্যা তা থেকে মনকে সরিয়ে নেওয়ার জন্য সঠিক। ভাবে চেষ্টা করা হয়নি। মরিয়ম যেমন যীশুর পায়ের কাছে বসে স্বর্গীয় শিক্ষকের কাছ থেকে পবিত্র শিক্ষালাভ করেছিলেন এবং প্রাত্যহিক জীবনে ব্যবহার করেছিলেন, তার চেয়ে সঠিক মনােনয়ন আর নেই। পবিত্র বিষয়ের উপরে ধ্যান মনকে বিশুদ্ধ করবে এবং খ্রীষ্টিয়ান ও সদ্বংশীয় ব্যক্তিদের মন উচ্চে তুলে ধরবে। MYPBen 417.3

তাদের একজনকেও ঈশ্বর গ্রহণ করেন না, যে ব্যক্তি হীন চরিত্র দ্বারা চিন্তা, বাক্য অথবা কার্য দ্বারা শক্তিকে খর্ব করছে। স্বর্গ একটি নিস্পাপ এবং পবিত্র স্থানে, যেখানে বিশুদ্ধ, আধ্যাত্মিকমনা, বিশােধিত, এবং খাটি না হয়ে কেউই প্রবেশ করতে পারে না। আমাদের নিজেদের জন্য একটি কাজ করতে হবে, এবং আমরা তা কেবল যীশুর নিকট থেকে শক্তি গ্রহণ করেই করতে সমর্থ হব। আমাদের সমস্ত পুস্তকের উর্ধ্বে বাইবেলকে স্থান দিতে হবে; এটিকে আমাদের ভালােবাসতে হবে এবং ঈশ্বরের কণ্ঠস্বর বিবেচনায় এর আজ্ঞাবহ হতে হবে। আমাদের তার সীমাবদ্ধতা এবং করণীয়, “তুমি কর,” এবং “তুমি করবে না” রূপে দেখতে হবে এবং ঈশ্বরের বাক্যের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হবে। MYPBen 418.1