Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

সূচনা।
অনন্তকালের জন্য চরিত্র গঠন—১

যুবক-যুবতিদের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে, আর আমি বিশেষভাবে দেখতে চাই তারা যেন ঈশ্বরের পক্ষে গ্রহণযােগ্য সেবা কাজের। জন্য বিশুদ্ধ খ্রীষ্টিয় চরিত্র লাভের জন্য প্রাণপণ চেষ্টা করে; মনোনিবেশ পূর্বক অধ্যয়ন এবং একান্ত প্রার্থনার মাধ্যমে প্রশিক্ষণ লাভ করে। আমি দেখতে চাই তারা যেন খ্রীষ্টিয় অভিজ্ঞতার এক উচ্চতর স্তরে পৌছানাের জন্য একে অন্যকে সাহায্য করে  MYPBen 12.1

খ্রীষ্ট এসেছিলেন মানব পরিবারকে পরিত্রাণের পথ শিক্ষা দিতে, আর তিনি এই পথ এত সহজ করেছিলেন যেন একজন ছােট শিশুও এই পথ দিয়ে চলতে পারে। তিনি তাঁর শিষ্যদের আদেশ করেছেন, তারা যেন প্রভুকে জানার জন্য এই পথ অনুসরণ করে; আর যখন তারা প্রতিদিন তাঁর পরিচালনা অনুসরণ করে, তারা শিক্ষা লাভ করে যে, তার প্রস্থান প্রাতঃকালের ন্যায় প্রস্তুত। MYPBen 12.2

আপনি দেখেছেন যখন সূর্যোদয় হয় তখন ক্রমে পৃথিবী ও আকাশ ফর্সা হয়ে আসে। ধীরে ধীরে প্রভাত হয়, সূর্য প্রকাশ পেয়ে আলাের তেজ বৃদ্ধি পেয়ে সব দিক পরিষ্কার হয়ে আসে। ঈশ্বর তাঁর সন্তানদের খ্রীষ্টিয় অভিজ্ঞতার চরিত্র বিশুদ্ধকরণে যা করতে চান, এটি তার একটি চমৎকার দৃষ্টান্ত। যে পর্যন্ত আমরা নর-নারীগণ খ্রীষ্ট যীশুর পূর্ণ বৈশিষ্ট্য লাভ না করি, সে পর্যন্ত যদি আমরা দিনের পর দিন তার দেয়া দীপ্তিতে তাঁর সব করণীয় কাজে স্বেচ্ছা বাধ্যতায় চলি, তাহলে আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং প্রসার হয়। MYPBen 12.3

খ্রীষ্ট যে গতিপথ অনুসরণ করতেন, যুবক-যুবতিদের সব সময় তাদের সামনে সেই গতিপথ স্থাপন করা প্রয়ােজন। প্রতিটি ধাপ ছিল বিজয়ের একটি গতিপথ। খ্রীষ্ট পৃথিবীতে জাতিগণকে শাসন করার জন্য কোনাে রাজা হিসেবে আসেননি। তিনি একজন বিনম্র মানবরূপে এসেছিলেন, তিনি পরীক্ষিত হয়েছেন, প্রলােভনে বিজয়ী হয়েছেন; প্রভুকে জানার জন্য আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। তার জীবন-ইতিহাসে আমরা শিখব ঈশ্বর কিভাবে তার মাধ্যমে তার সন্তানদের জন্য কাজ করবেন। আর আমরা শিখব যে, আমাদের পরীক্ষা যত বড়ই হােক না কেন, আমরা যেন পথ, সত্য, এবং জীবন জানতে পারি এজন্য খ্রীষ্ট যা সহ্য করেছিলেন, তা এড়িয়ে যেতে পারি না। তাঁর আদর্শ তুল্য একটি জীবন দ্বারা, আমাদের জন্য তাঁর ত্যাগস্বীকারের জন্য আমাদের কৃতজ্ঞতা দেখাতে হবে। MYPBen 12.4

এক অসীম মূল্য দ্বারা, এমন কি ঈশ্বরের পুত্রের রক্ত দ্বারা যুবকযুবতিদের ক্রয় করা হয়েছে। পিতা তার পুত্রকে এই ত্যাগস্বীকারের অনুমতি দেবার কথাটি বিবেচনা করুন। খ্রীষ্ট যখন মানবের তরে, প্রাত্যহিক বলিরূপে তার জীবন উৎসর্গ করার জন্য স্বর্গীয় দরবার, রাজকীয় সিংহাসন ত্যাগ করলেন তখন তিনি কি ত্যাগ করেছে তা বিবেচনা করুন। তিনি গ্লানি এবং কটু বাক্য সহ্য করলেন। তিনি অপমান ও ঠাট্টা বিদ্রুপের বােঝা বহন করলেন। আর যখন তাঁর পার্থিব পরিচর্যা কাজ শেষ হল, তিনি ক্রুশীয় মৃত্যু বরণ করলেন। তাঁর ক্রুশীয় যন্ত্রণার কথা চিন্তা করুন, তাঁর পিতার কাছ থেকে দূরে থেকে যাদের তিনি পরিত্রাণ করতে এসেছিলেন, তাদের কাছ থেকে এল বিদ্রুপ এবং পরিহাস, আর তারাই তাঁর হাতে ও পায়ে পেরেক বিদ্ধ করল । কিন্তু, এ সবের দ্বারা খ্রীষ্ট সবার জন্য এটি সম্ভব করলেন যে, যারা জীবন লাভ করবে, তাদের জীবন হবে ঈশ্বরের জীবন । MYPBen 13.1