Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

বিজয় লাভের মূল্য

খ্রষ্ট মানবের জন্য সব কিছুই ত্যাগ করেছেন; যেন মানবের পক্ষে স্বর্গ লাভ করা সম্ভব হয়। এখন মানবকে দেখাতে হবে যে, চিব অমর মহিমা লাভ করার জন্য সে খ্রীষ্টের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে। যাদের পরিত্রাণের গুরুত্ব সম্পর্কে একটু বােধ শক্তি রয়েছে এবং এর মূল্যবােধ সম্পর্কে ধারণা রয়েছে, সে কখনও এ বিষয়ে অসন্তোষ করবে না যে, তাদের রােদন পূর্বক বপন করতে হবে; আর এই সংঘর্ষ এবং আত্ম-অস্বীকার খ্রীষ্টিয়ানের জীবনেরই একটি অংশ। - The Sings of the Times, March 4, 1880. MYPBen 92.2