Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

অধ্যায় ২৩ — প্রচারকার্যের বিবিধ রূপরেখা

অন্ধদের জন্য বিবেচনা

ঈশ্বরের যে সকল দৈহিকভাবে অন্ধ তাদের পরিচর্যার জন্য স্বর্গদূততের প্রেরণ করা হয়। দূতগণ তাদের পথ পাহারা দেন এবং তাদের সহম্র বিপদ থেকে রক্ষা করেন, যা তাদের কাছে অজ্ঞতা, এবং তারা তাদের পথ আগলে থাকেন। -- Testimonies for the Church 3:516. ChSBen 215.1

তিনি তাঁর লোকদের প্রার্থনা শ্রবন করবেন না ... যদি তাদের মধ্যে অন্ধ এবং রুগ্ন লোকেরা অবহেলিত হয়। -- Testimonies for the Church 3:518. ChSBen 215.2

মণ্ডলীর মধ্যে যদি এমন কেউ থাকেন যারা অন্ধদের হোঁচট খাওয়ার কারণ হতে পারেন, তাদের বিচারে আনা উচিত ; কেননা ঈশ্বর আমাদের অন্ধ, আতুর, বিধবা ও অনাথদের অভিবাবক নিযুক্ত করেছেন। ঈশ্বরের বাক্যে উল্লিখিত হোঁচট খাওয়ানোর তাৎপর্য এই নয় যে অন্ধের পায়ের সামনে কাষ্ঠখণ্ড রেখে তাকে হোঁচট খাওয়ানো, কিন্তু এর অর্থ তার চেয়ে অনেক বেশি। এর তাৎপর্য হল তাদের অন্ধ ভাইদের প্রভাবকে আঘাত করে, তাদের আগ্রহের প্রতিকূলে কাজ করে, কিম্বা তাদের সমৃদ্ধি বাধাপ্রাপ্ত করে, এমন যে কোন প্রকার কার্যকলাপ। -- Testimonies for the Church 3:519. ChSBen 215.3

দৃষ্টিশক্তি হারানোর ফলে অন্ধ লোকের পক্ষে সব দিক ঠিকঠাক রাখার অসুবিধা রয়েছে। যে হৃদয়ে অন্ধকারাবৃত জগতে কোন অন্ধ মানুষকে পথ হাতড়াতে দেখে মমতা ও সহানুভূতির উদ্রেক হয় না, তা সত্যিই কঠিন, তাকে ঐশ্বরিক অনুগ্রহে কোমল করতে হবে। -Testimonies for the Church 3:521. ChSBen 215.4