Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

অধ্যায় ৬ — প্রশিক্ষণকালে শিক্ষার্থীদের প্রচার কার্য

শিক্ষার বিষয়বস্তু

প্রকৃত শিক্ষা হল মিশনারি প্রশিক্ষণ। ঈশ্বরের প্রতিটি ছেলে ও মেয়েকে প্রচারক হওয়ার জন্য আহ্বান করা হয়েছে; আমাদের ঈশ্বর এবং আমাদের সহমানবদের পরিচর্যার জন্য আমাদের যোগ্যতাসম্পন্ন করাই আমাদের শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত। -The Ministry of Healing, 395. ChSBen 68.1

যুবসমাজকে শত্রুর প্রলোভনের বিরুদ্ধে শক্তিশালী করার জন্য আমরা স্কুল প্রতিষ্ঠা করেছি যেখানে তারা ইহজীবনে দক্ষতা অর্জন এবং অনন্তকাল ধরে ঈশ্বরের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে। -Counsels to Parents, Teachers, and Students, 495. ChSBen 68.2

অজ্ঞ এবং ধ্বংসোন্মুখ জনগণের কল্যাণের জন্য যিনি জ্ঞান অর্জনের প্রচেষ্টা করেন তিনি মানবজাতির জন্য ঈশ্বরের মহান উদ্দেশ্য পালনে তার ভূমিকা যথাযথ পালন করছেন। অন্যের মঙ্গলের জন্য নিঃস্বার্থ সেবা দিয়ে তিনি খ্রীষ্টীয় শিক্ষার উচ্চ আদর্শ সার্থক করছেন। -Counsels to Parents, Teacher, and Student, 545. ChSBen 68.3

প্রভু শক্তিশালী, নিবেদিত, আত্মত্যাগী যুবা পুরুষ ও মহিলাদের আহ্বান করেন, যারা সামনে এসে দাঁড়াবে, এবং যারা শিক্ষা নিকেতনে কিছুকাল কাটিয়ে সারা জগতে এই বার্তা প্রচারের জন্য প্রস্তুত হবে। -Counsels to the Parents, Teacher, and Students, 549. ChSBen 68.4