Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

অধ্যায় ১২ — বাইবেল প্রচার

স্বর্গজাত ধারণা

বাইবেল পাঠ অব্যাহত রাখার পরিকল্পনাটি অন্যতম স্বর্গজাত ধারণা। পুরুষ ও স্ত্রীলোকদের অনেকেই মিশনারি শ্রমের এই শাখায় নিযুক্ত হতে পারেন। কর্মীরা এমনভাবে বিকাশিত হতে পারেন যে তারা ঈশ্বরের পরক্রমী মানুষে পরিণত হবেন। এই হেতু ঈশ্বরের বাক্য হাজার হাজার মানুষকে প্রদান করা হয়েছে, এবং কর্মীদেরকে সমস্ত জাতির এবং ভাষার লোকবৃন্দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আনা হয়েছে। বাইবেল পরিবারগুলিতে বাহিত হয়েছে এবং এর পবিত্র সত্যগুলি বিবেকের মণিকোঠায় পৌঁছেছে। মানুষকে স্বয়ং পাঠ করা, পরীক্ষা করা, এবং বিচার করার জন্য অনুরোধ করা হয় এবং তাদের অবশ্যই দিব্য জ্ঞানালোক গ্রহণ কিম্বা প্রত্যাখ্যানের দায়িত্ব পালন কারতে হবে। ঈশ্বর এই মূল্যবান কাজটি তাঁর উদ্দেশ্য নিরর্থক হওয়ার অনুমতি দেবেন না। তাঁর নামে কৃত প্রতিটি বিনম্র প্রচেষ্টাকে তিনি সাফল্য মুকুটে ভূষিত করবেন। -Gospel Worker, 192. ChSBen 142.1

আমাদের কাজ আমাদের স্বর্গীয় পিতা আমাদের জন্য চিহ্নিত করেছেন। আমাদের বাইবেল হাতে নিতে হবে, এবং বিশ্বকে সর্তক করতে অগ্রসর হতে হবে । আত্মাকে উদ্ধার করতে আমাদের ঈশ্বরের সাহায্যকারী হতে হবে,- চ্যানেলগুলি, যাদের মধ্যে দিয়ে তাঁর প্রেম দিনের পর দিন মুমূর্ষুদের কাছে প্রবাহিত হবে । -Testimonies for the Church 9:172. ChSBen 142.2