Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

ঈশ্বরের লোকেরা কোন পাপপূর্ণ বাসনা লালন করিবে না

এখন, যখন আমাদের মহান মহাযাজক আমাদের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতেছেন, তখন আমাদের খ্রীষ্টে সিদ্ধতার অন্বেষণ করিতে হইবে। এমন কি চিন্তায়ও আমাদের ত্রাণকর্তাকে প্রলোভনের শক্তির নিকট নতি স্বীকার করিতে আনা যাইবে না। শয়তান মনুষ্য হৃদয়ে এমন কিছু স্থান খুঁজিয়া পায়, যে স্থানে সে তাহার পদ রাখিবার স্থান পায়; কতগুলি পাপপূর্ণ বাসনা লালিত এবং যদ্বারা তাহার প্রলোভনগুলি তাহাদের শক্তি দাবী করে। কিন্তু খ্রীষ্ট নিজের বিষয়ে এই কথা বলেনঃ “কারণ-জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই” (যোহন ১৪:৩০)। শয়তান ঈশ্বরের পুত্রের মধ্যে এরূপ কোন কিছু পাইবে না যদ্বারা সে বিজয় লাভ করিতে পারিবে । তিনি তাঁহার পিতার আজ্ঞা পালন করিয়াছেন, এবং তাহাতে কোন পাপ ছিল না যাহা শয়তান তাহার লাভার্থে ব্যবহার করিতে পারে। সঙ্কট কালে যাহারা দন্ডায়মান থাকিবে তাহাদের এই প্রকার অবস্থার মধ্যে পাওয়া যাইবে। —GC 623 (1911). LDEBeng 188.4