Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

বিংশতি অধ্যায়—সাধুগণের উত্তরাধিকার ঈলেন হোয়াইটের নিকট উপস্থাপিত স্বর্গ এবং নূতন পৃথিবীর বিভিন্ন দৃশ্যাবলি অনন্ত বাস্তবতার বর্ণনা। তাহাকে মানব ধারণার পরিমণ্ডলে স্বর্গীয় বিষয়াদি দেখান হইয়াছে। মনুষ্যের বোধ এবং ভাষার সীমাবদ্ধতার কারণে আমরা বর্ণিত দৃশ্যাবলির বাস্তব রূপে জানিতে পারি না। “এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি কিন্তু তকালে সম্মুখাসনম্মুখি হইয়া দেখিব; এখন আমি কতক অংশে জানিতে পাই; কিন্তু তকালে আমি যেমন পরিচিত হইয়াছি, তেমনি পরিচয় পাইব’ (১ করি ১৩:১২)।

প্রভুর নিকট হইতে একটি উপহার

খ্রীষ্ট কেবল খ্রীষ্ট এবং তাহার ধার্মিকতা আমাদের নিকটে স্বর্গে যাইবার পাশ পোর্ট জোগাড় করিয়া দিতে পারে। — Letter 66, 1890. LDEBeng 200.1

গর্বিত হৃদয় পরিত্রাণ অর্জন করিবার চেষ্টা করে, কিন্তু আমাদের স্বর্গে যাইবার আইনগত অধিকার এবং উহার নিমিত্ত যোগ্যতা উভয়ই খ্রীষ্টের ধার্মিকতায় প্রাপ্ত হওয়া যায় । — DA300(1898). LDEBeng 200.2

আমরা যেন স্বর্গীয় পরিবারের সদস্য হইতে পারি, এই কারণে তিনি পার্থিব পরিবারের সদস্য হইলেন। — DA 638 (1898). LDEBeng 200.3

পৃথিবীর অভিজাততম প্রাসাদের উত্তরাধিকার অপেক্ষা প্রভু যে বাসস্থান প্রস্তুত করিতে গিয়াছেন তাহার উত্তরাধিকারী হওয়া উত্তম। পার্থিব সকল প্রকার প্রশংসা বাক্য অপেক্ষা তাঁহার বিশ্বস্ত দাসগণের প্রতি ত্রাণকর্তার বক্তব্য উত্তম,” আইস, আমার পিতার আশীর্ব্বাদ পাত্রেরা জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে, তাহার অধিকারী হও।” — COL 374 (1900). LDEBeng 200.4